জালনোট পঞ্জাবে পাচারের আগেই মালদায় গ্রেফতার এক
গোপনসূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে মালদা শহরের স্টেশন রোড থেকে এক লক্ষ টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ৷ ধৃত ব্যক্তিকে আজ জেলা আদালতে পেশ করেছে পুলিশ৷
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাজেশ কুমার (৪০)৷ বাড়ি পাঞ্জাবের পাটিয়ালার দৌলতপুর এলাকায়৷ ধৃত ব্যক্তির হেপাজত থেকে এক লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়েছে৷ উদ্ধার হওয়া নোটগুলি ২০০০ ও ৫০০ টাকার৷ ধৃত ব্যক্তি নোটগুলি মালদা থেকে পঞ্জাব নিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷ ধৃত পাচারকারীকে ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ জেলা আদালতে তোলা হয়েছে৷
Comments