ঘুমন্ত গৃহবধূকে ‘কেরোসিন ঢেলে খুনের’ চেষ্টা, অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ি
মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নঘরিয়া নতুনটোলা গ্রামে। ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রুমালি বিবি (২৮)। স্বামী সাদিকুল শেখ, পেশায় শ্রমিক। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ বছর আগে সামাজিক নিয়মে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, সাদিকুল শ্রমিকের কাজ করে যা রোজগার করত, সমস্তটা মদ ও জুয়াতে উড়িয়ে দিত। শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল কেনার জন্য সম্প্রতি রুমালি বিবিকে ৭০ হাজার টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে। গতকালও টাকার জন্য রুমালি তাঁর বাবার বাড়িতে যান। কিন্তু রুমালিকে খালি হাতে ফিরে আসতে হয়। এরপরেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। গভীর রাতে রুমালিকে ঘুমন্ত অবস্থায় কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় সাদিকুল ও তার পরিবারের সদস্যরা। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই সাদিকুল ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রুমালিকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে স্থানীয়রা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রুমালির শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। আজ রুমালির পরিবারের সদস্যরা ইংরেজবাজার থানায় সাদিকুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments