পায়ে হেঁটে শহর ঘুরলেন মমতা বন্দোপাধ্যায়
মালদা শহরে দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে মালদা শহরের রবীন্দ্র মূর্তি থেকে এই পদযাত্রা শুরু হয়। এরপর কেজে সান্যাল রোড হয়ে মুখ্যমন্ত্রী গৌড় রোড মোড়ে পৌঁছান। সেখান থেকে বিমলদাস মোড় হয়ে ফোয়ারা মোড় পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। এই পদযাত্রায় তাঁর সাথে ছিলেন মহঃ মোয়াজ্জেম হোসেন, মৌসম নুর, দুলাল সরকার, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও জেলার তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রীকে দেখতে শহরে উপচে পড়ে ভিড়।
ভিডিয়ো সৌজন্যে শুভাশিস সেন
Comments