জল জমে থাকায় নিত্যানন্দপুর নয়, পাশে কলেজ মাঠে আসছেন মমতা
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শন করলেন জেলা তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনের কর্তারা। আগামী ৪ মার্চ পুরাতন মালদার নিত্যানন্দপুরে কর্মীসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একথা জানিয়ে ছিলেন মৌসম বেনজির নূর। সেদিন বেলা একটায় হেলিকপ্টারে তিনি মালদায় পৌঁছবেন, জানালেন তৃণমূল নেতা দুলাল সরকার।
জেলা তৃণমূল নেতা দুলাল সরকার জানান, আগামী ৪ তারিখ জেলায় কর্মীসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় প্রতিটি বুথের কর্মীরা থাকবেন। আজ জেলা সভানেত্রী মৌসম নূর, মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যদের সঙ্গে তিনিও সভাস্থল পরিদর্শন করেন। আগে শুভেন্দু অধিকারী যেখানে সভা করেছিলেন সেই মাঠে জল থাকায় অন্য একটি মাঠ আপাতত স্থির করা হয়েছে। পুরাতন মালদায় কোর্ট মালদা স্টেশনের কাছে মাধাইপুরের টিচার্স ট্রেনিং কলেজের মাঠে এই সভা হবে।
দুলাল সরকার আরও জানান, জেলার প্রতিটি ব্লক থেকে তিন হাজার করে কর্মী এই সভায় যোগদান করবেন। তাঁরা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর কাছ থেকে দলের বিভিন্ন নিয়ম শৃঙ্খলার প্রশিক্ষণ নেবেন। সুস্থভাবে এই সভা করার জন্য সকল কর্মীকে পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে।
Commentaires