ইংরেজবাজারে নাড্ডার পালটা সভা মমতার, ব্যস্ততা তুঙ্গে
বুধবার মালদা শহরে সভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথমে গাজোলে তাঁর সভা করার কথা থাকলেও সভাস্থল পরিবর্তন করে মালদা শহরে করা হয়েছে। আজ তৃণমূল সুপ্রিমোর সভাস্থল পরিদর্শন করেন প্রশাসনিক কর্তা ও তৃণমূলের নেতৃত্বরা।
জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর দুলাল সরকার বলেন, আগামী ১০ তারিখ বেলা ১টায় মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজবাজারে সভা করবেন৷ রায়গঞ্জের সভা শেষ করে তিনি চপারে মালদায় এসে পৌঁছোবেন৷ প্রথমে জেলা কমিটির প্রস্তাব মতো গাজোলে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু শনিবার জেপি নাড্ডা ইংরেজবাজারে একটি রোড শো করেছেন৷ নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সভাস্থল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি৷
আজ দফায় দফায় বিবেকানন্দ স্কুল সংলগ্ন ময়দান পরিদর্শন করে জেলা তৃণমূল নেতৃত্ব৷ পরিদর্শন করেন জেলাশাসক, পুলিশসুপার সহ প্রশাসন ও পুলিশকর্তারাও৷ মাঠের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে এসপিজি৷ হাতে সময় কম৷ তাই আজ সকাল থেকেই সেই মাঠে মঞ্চ নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে৷ এখন তৃণমূলনেত্রী মালদা শহরে কোনও পদযাত্রা করেন কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল নেতৃত্ব৷
[ আরও খবরঃ বুলবুলি মোড়ে এসটিএফের জালে দুই ব্রাউন শুগার কারবারি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments