এসআইআর ইশ্যুকে হাতিয়ার করেই ছাব্বিশের ময়দানে ঘাসফুল শিবির
- আমাদের মালদা ডিজিট্যাল

- 3 minutes ago
- 1 min read
এসআইআর ইশ্যুকেই হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে ঘাসফুল শিবির। বুধবার গাজোলের জনসভায় তৃণমূল সুপ্রিমোর মন্তব্য থেকে তা পরিষ্কার বোঝা গিয়েছে। এই মঞ্চ থেকেই আরও একবার নতুন ওয়াকফ আইন নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বুধবার গাজোলে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে তিনি বলেন, ভোটার তালিকা নিবিড় সংশোধনের নামে বিজেপি ভোটবন্দি শুরু করেছে। এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন ছিল না। আসলে এসআইআরের নামে উন্নয়নের কাজ বন্ধ রেখে ক্ষমতা দখলের চেষ্টা চালানো হচ্ছে। এই ফর্ম ফিল-আপ করার পরেও ভোটার তালিকায় নাম ওঠার কোনও নিশ্চয়তা নেই। ড্রাফট লিস্টে নাম উঠলে আবার হিয়ারিং হবে। হিয়ারিংয়ে হাজির না হলেই নাম কেটে দেওয়া হবে। শুনলাম, এসআইআর নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আপনাদের পাহারাদার হয়ে আছি। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কাউকে পুশব্যাকও করা হবে না। আপনারা সবাই বাংলায় থাকবেন। আপনাদের জন্য আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। যার যা নথি প্রয়োজন সেখান থেকে করিয়ে নেওয়া যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, চালাকি করে নির্বাচনের তিন মাস আগে ওরা এসআইআর ঘোষণা করেছে। যাতে এসআইআর কেউ না মানলে নির্বাচন বন্ধ করে, সরকার ফেলে দেওয়া যায়। ওরা যতই চালাকি করুক, আমরা নিজেদের অধিকার আদায় করে ছাড়ব। ওদের বাংলা দখল করার ইচ্ছে থাকলে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোট পেয়ে করে দেখাক। ওরা সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা বলছে, ভুয়ো ভিডিও ছাড়ছে। এসআইআর করে ওরা নিজেদের কবর নিজেরা খুঁড়েছে। মানুষ ওদের সমর্থন করছে না। ওরা যতই চেষ্টা করুক বাংলা দখল করা ওদের পক্ষে সম্ভব নয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments