রাজ্যসভায় গঙ্গার ভাঙন রুখতে সোচ্চার হবেন মৌসম
নারী দিবসে রাজ্যসভার সাংসদ হিসাবে তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন মৌসম নূরের নাম৷ দলনেত্রীর এই ঘোষণায় খুশির হাওয়া জেলা তৃণমূলে৷ দলের নেতা-কর্মীরা মৌসমকে ফুল দিয়ে সম্মাননা জানান৷
মৌসম নূর, জেলা তৃণমূল সভাপতি
“লোকসভায় নিজের কেন্দ্র নিয়ে বলার সুযোগ ছিল৷ কিন্তু এখানে রাজ্যের কথা বলার সুযোগ থাকবে৷ মালদায় মেয়ে হওয়ায় মালদার গঙ্গা ভাঙনের পাশাপাশি এনআরসি, সিএএ প্রতিবাদ এধরণের অনেক ইশ্যু থাকবে”
রাজ্যসভার প্রার্থী হিসাবে অর্পিতা ঘোষ, মৌসম নূর, দীনেশ ত্রিবেদী ও সুব্রত বকসির নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পরে মৌসম বলেন, “রাজ্য সভায় মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন নেত্রী৷ আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা আমার কাছে গর্বের৷ জেলার সভানেত্রীর দায়িত্বের পাশাপাশি রাজ্যসভার বাড়তি দায়িত্ব দিয়েছেন নেত্রী৷ এই বাড়তি দায়িত্ব আমাকে আরও মজবুত করবে৷ গত লোকসভা নির্বাচনে হারার পরে কিছুটা ধাক্কা পেয়েছিলাম৷ তবে বিশ্বাস ছিল, নেত্রী জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেবেন৷ কাজের মাধ্যমে নেত্রীকে ধন্যবাদ জানাব৷ রাজ্যসভায় গেলে বুঝতে পারব লোকসভা আর রাজ্যসভার পার্থক্যটা৷ লোকসভায় নিজের কেন্দ্র নিয়ে বলার সুযোগ ছিল৷ কিন্তু এখানে রাজ্যের কথা বলার সুযোগ থাকবে৷ মালদায় মেয়ে হওয়ায় মালদার গঙ্গা ভাঙনের পাশাপাশি এনআরসি, সিএএ প্রতিবাদ এধরণের অনেক ইশ্যু থাকবে৷”
Comments