মালদায় এলেন মমতা
সূচি অনুযায়ী মালদায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে তাঁর হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে তিনি সড়ক পথে চলে যান মহানন্দাভবনে। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তৃণমূলের কোনও নেতৃত্বকে দেখা যায়নি।
মালদায় থেকে গৌড়বঙ্গের সমস্ত সভা করবেন মুখ্যমন্ত্রী। মহানন্দাভবনে রাত্রিবাস করে আগামীকাল তিনি কালিয়াগঞ্জে সভা করবেন। ৪ মার্চ প্রথমে গঙ্গারামপুর ও পরে মালদার ছোটো সুজাপুর মাঠে দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন। পরের দিন ৫ তারিখ গাজোলে প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিবেন। ৬ তারিখ তিনি কলকাতা ফিরে যাবেন। মুখ্যমন্ত্রীর গৌড়বঙ্গ সফরকে কেন্দ্র করে পুরো শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মহানন্দাভবন সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।
Comments