জিআই তকমা পেল মালদার রেশম সুতো
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 3
- 1 min read
জিআই তকমা পেল মালদার ‘নিস্তারি’ প্রজাতির রেশম সুতো। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির বইছে রেশম চাষি থেকে শুরু করে প্রশাসনিক মহলে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মালদা জেলায় ২৪ হাজার একর জমিতে তুঁতচাষ করা হয়। প্রায় ৭০ হাজার পরিবার রেশম চাষের সঙ্গে যুক্ত। বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে৷ আর রাজ্যের ৭৩ শতাংশ রেশম উৎপন্ন হয় মালদা জেলায়।
মালদা সিল্ক ইয়ার্ন প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদা জেলার রেশমের একটি প্রাচীন গৌরব রয়েছে৷ মালদা রেশম সুতো জিআই তকমা পাওয়ার অধিকারী তা বুঝতে পেরে আমরা জেলাশাসককে এই আবেদন করেছিলাম৷ আমাদের এই আবেদনে সাড়া দিয়ে জেলাশাসক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন৷ অবশেষে আমরা নিস্তারি রেশম সুতোর জিআই তকমা পেলাম৷ জিআই তকমা পাওয়ায় সারা দেশ সহ আন্তর্জাতিকস্তরে মালদার রেশমের একটা ব্র্যান্ড তৈরি হবে৷ এতে মালদা জেলা অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে।

রেশম চাষি আবদুল সুফিয়ান জানান, জিআই তকমা পাওয়ায় এবার থেকে দেশ ও বিদেশের বাজারে মালদার রেশমের একটি ব্র্যান্ড তৈরি হল৷ গোটা বিশ্বের মানুষ মালদার রেশমকে চিনবে৷ এতে এই জেলার রেশমের মান যেমন বাড়বে, পাল্লা দিয়ে বাড়বে দামও৷ এতে জেলার অর্থনীতিও উপকৃত হবে।
জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান, আমরা এই জেলার রেশমি সুতোর জিআই তকমা পেয়েছি৷ প্রশাসনের তরফে এই তকমা আমরা রেশমচাষি ও শিল্পে জড়িতদের উৎসর্গ করছি। রেশম চাষ ও ব্যবসা বৃদ্ধির জন্য যা যা করণীয়, সরকার করবে৷ এই তকমার কারণে বিশ্ববাজারে মালদার রেশম সুতোর চাহিদা বাড়বে। এতে মালদার অর্থনীতি আরও উন্নত হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários