দুর্গাপুরের গণধর্ষণের অভিযোগে জড়াল মালদার নাম
- আমাদের মালদা ডিজিট্যাল
- 1 day ago
- 1 min read
দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশেষে গতকাল সন্ধেয় গ্রেপ্তার করা হয় নির্যাতিতা ছাত্রীর প্রেমিক ওয়াসেফ আলিকেও। ওয়াসেফ মালদার কালিয়াচকের বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওয়াসেফের গ্রেপ্তারির পেছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে।
কালিয়াচকের সিলামপুর গ্রামের মহালদার পাড়া ওয়াসেফদের বিশাল বাড়ি রয়েছে৷ বুধবার সকালে দেখা যায় পুরো বাড়ি ফাঁকা৷ স্থানীয়রা জানালেন, বাড়িতে কেউ নেই৷ ওয়াসেফের বাবা-মা গতকালই দুর্গাপুর চলে গিয়েছেন৷ এই মুহূর্তে গোটা বাড়িতে শুধু ওয়াসেফের দাদু রয়েছেন৷ ওয়াসেফের বাবা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য। বর্তমানে তিনি ব্যবসা করেন।
স্থানীয় বাসিন্দা নাসিম আকতার জানান, ওয়াসেফ এমন ঘটনা ঘটাতে পারে না৷ ছোট থেকে দুর্গাপুরেই পড়াশোনা করে৷ যখন বাড়ি আসত, বাড়ির ভিতরেই থাকত৷ বাইরে তেমন বেরোত না৷ এই ছেলের কোনও খারাপ রিপোর্ট নেই৷ কোনও নেশা নেই৷ আমাদের ধারণা ওকে ফাঁসানো হচ্ছে৷

একই বক্তব্য আরেক বাসিন্দা আবুল কালামের। তিনি বলেন, সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম ওয়াসেফকে গ্রেপ্তার করা হয়েছে। আদপে কী হয়েছে তা জানা নেই। তবে ও এমন কাজ করতে পারে বলে আমাদের মনে হয় না৷ আমাদের ধারণা ওকে ফাঁসানো হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments