শহরে শিল্প খবরে শিল্পী
top of page

শহরে শিল্প খবরে শিল্পী

পুরসভা স্থাপনার সার্ধ শতবর্ষে শহরের বিভিন্ন স্থান সৌন্দর্যায়নের কাজ শুরু করেছে ইংরেজবাজার পুরসভা৷এই প্রকল্পে শহরের বেশ কিছু ছোটো পার্ক ও রাস্তার ডিভাইডারগুলিকে আধুনিক বিমূর্ত ভাস্কর্য দিয়ে শিল্পীর আধুনিক চিন্তাধারার শৈল্পিক আঙ্গিকে রূপায়ণ করা হচ্ছে৷ প্রথম পর্যায়ে শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ছোটো পার্কগুলিকে নতুন রূপে সজ্জিত করা হয়েছে৷


English Bazar Maldar Uthone

প্রথম পার্কটি হল টাউন হলের সামনে বৃন্দাবনী আমগাছ সংলগ্ন অংশটি৷এই অঞ্চলটি বৃন্দাবনী মাঠ নামে জেলার মানুষের কাছে পরিচিত বিশেষত কৃষ্ণভক্তদের কাছে৷তাই এই স্থানে চৈতন্যদেবের ফাইবার মূর্তি ও প্রায় ৫০ জনের বসার আসন নির্মাণ করা হয়েছে৷

দ্বিতীয় প্রকল্পটিতে ভারতীয় জীবন বীমা নিগমের ১ নম্বর শাখার নিকট কবি কাজি নজরুল ইসলামের মূর্তি সংলগ্ন অঞ্চলে আধুনিক চিন্তাধারায় একটি বিনোদন তথা সাংসৃকতিক মুক্তমঞ্চ গড়ে তোলা হয়েছে৷এই নির্মাণকার্যের প্রধান স্থপতি কৌশিক পোদ্দার আমাদের মালদাকে জানান, জেলার কবিদের কবিতা পাঠের আসর বসানোর লক্ষ্য রেখে এলাকাটিকে সজ্জিত করা হয়েছে৷ভাষা শহিদদের স্মরণে সেই স্থানে রাখা হয়েছে একটি ভাষা শহিদ স্মারক, থাকছে ঝরনা৷সমগ্র পার্কটিতে সাউন্ড সিস্টেম থাকবে৷পার্কটির দেয়ালে থাকছে আধুনিক বিমূর্ত ভাস্কর্যের নিদর্শন৷সেগুন, শাল, রাধাচূড়া ও দেবদারু গাছ লাগিয়ে পার্কটির সবুজায়ন করা হয়েছে৷স্থপতি কৌশিকবাবুর দাবি যে, সবকিছুতেই আধুনিক চিন্তাভাবনার সঙ্গে সাংস্কৃতিক জগতের মেলবন্ধন করা হয়েছে৷সঙ্গে রাখা হয়েছে সবুজায়নের প্রয়াস৷


অপর সৌন্দর্যায়নের প্রয়াস আইটিআই মোড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি সংলগ্ন অঞ্চলটি৷এখানে নির্মাণ করা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন৷এছাড়া শিশু ও প্রবীণ নাগরিকদের বসার জন্য ২৫টি আসনের ব্যবস্থা করা হয়েছে৷

ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন স্থানগুলি সৌন্দর্যায়নের পাশাপাশি শহরকে সবুজে ভরিয়ে তোলা হবে৷ যদিও এই সৌন্দর্যায়নের নামে বিভিন্ন গাছ কাটার অভিযোগ উঠেছে পুরসভার বিরুদ্ধে যা মানতে নারাজ পুরপতি নীহাররঞ্জন ঘোষ৷তিনি জানিয়েছেন, শুধু অপেক্ষা করুন- শহরবাসী এক সুন্দর পরিচ্ছন্ন সবুজ শহর উপহার পাবেন পুরসভার তরফ থেকে৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


ছবি: অরিন্দম বাগ

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page