৬ বছরের অসুস্থ শিশুর পাশে মালদা থানার আইসি
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 15, 2019
- 1 min read
Updated: Apr 1, 2023
স্কুলে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে চোখে আঘাত পেয়েছিল ৬ বছরের এক শিশু৷ আর্থিক অনটনে ছেলের চিকিৎসা করাতে পারেননি পরিবারের লোকজন৷ সেকথা কানে আসতেই চিকিৎসার জন্য ওই শিশুকে বাড়ি থেকে নিয়ে আসেন মালদা থানার আইসি। নিয়ে যান মালদা মেডিকেল কলেজে। সেখানে শিশুর চিকিৎসার করানোর পরে পুলিশের গাড়িতেই তাদের বাড়ি পৌঁছে দেন।
পুলিশকর্মীরা রূপলালের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দেন৷
ওই শিশুর নাম রূপলাল ছোরে৷ বাবা পলটন ছোরে কৃষিকাজ করেন৷ মা গোলাপি টুডু গৃহবধূ৷ বাড়ি পুরাতন মালদা থানার যাত্রাডাঙা এলাকায়৷ স্থানীয় ঠুকরাবাড়ি প্রাইমারি অলচিকি স্কুলের ছাত্র রূপলাল৷ গত ২৭ ফেব্রুয়ারি স্কুলে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে বাম চোখে আঘাত লাগে রূপলালের৷ বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলেও কোনও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ রূপলালের পরিবারের৷ অভাবের সংসারে ছেলের চোখের চিকিৎসা করাতে পারেননি পলটনবাবু৷ অভাবের জন্য ছেলের চিকিৎসা করাতে পারছেন না একথা জানতে পারেন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা৷ গতকাল রাতেই তিনি যাত্রাডাঙা এলাকায় পলটনবাবুর বাড়িতে যান৷ পলটনবাবুর সঙ্গে কথা বলেন৷ এদিন সকালে তাঁরা রূপলালকে বাড়ি নিয়ে হাসপাতালে নিয়ে আসেন৷ পুলিশকর্মীরা রূপলালের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দেন৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
প্রতীকী ছবি।
Comments