সারা বছর পড়লে, পরীক্ষার আগে রাত জাগতে হয় না: শ্রীরূপা
বিজেপি'র দক্ষিণ মালদার প্রার্থী হওয়ার পর গতকাল রাতে প্রথম মালদায় পা রাখেন শ্রীরূপা মিত্র চৌধুরি। তিনি তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, যেমন ভোটের প্রচার, গোষ্ঠীকোন্দল নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রায় দেড় বছর ধরে প্রশাসনের প্রতিটি স্তরে দীর্ঘ আলোচনার পর নির্ণয় করে, কোন রাজ্যে কী ধরনের সহায়তা প্রয়োজন
দক্ষিণ মালদা কেন্দ্রে গত লোকসভায় প্রার্থী ছিলেন বিষ্ণুপদ রায়। এবারে বিজেপি সেই কেন্দ্রে প্রার্থী করেছে শ্রীরূপা মিত্র চৌধুরিকে। প্রার্থী ঘোষণা হতেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গত ৮ মার্চ- আন্তর্জাতিক নারী দিবসে, মালদায় সংখ্যালঘুদের যোগদান শিবিরে আমি মালদায় ছিলাম৷ তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের দু’বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রবীন্দ্র সরোবর থানায় আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, আমি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছি৷ আমি রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত করছি৷ সেই সময় আমি কাজ করেছি মালদার গ্রামেগঞ্জে৷ তাহলে আমি রাজ্যের শান্তিশৃঙ্খলা কীভাবে বিঘ্নিত করলাম? কীভাবেই বা মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিলাম?
তিনি আরও বলেন, রটানো হচ্ছে তাঁর স্বামী নাকি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছেন৷ তিনি নাকি চক্রান্ত করে কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গের পিছনে লাগিয়ে দিচ্ছেন৷ এটা হাস্যকর৷ কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রায় দেড় বছর ধরে প্রশাসনের প্রতিটি স্তরে দীর্ঘ আলোচনার পর নির্ণয় করে, কোন রাজ্যে কী ধরনের সহায়তা প্রয়োজন৷
অন্যান্য দল যখন প্রচারে অনেকটা এগিয়ে গেছে। সেই সময় দক্ষিণ মালদায় বিজেপি প্রচারে খানিকটা পিছিয়ে পড়ল না? এপ্রশ্নের সোজা উত্তর দেন তিনি, যারা সারা বছর পড়াশোনা করে, তাদের পরীক্ষার আগে রাত জাগতে হয় না৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments