top of page

হোমের কৃতি ছাত্রদের সংবর্ধনা দিল মালদা জেলা চাইল্ড লাইন

Updated: Aug 17, 2020

একটি বেসরকারি হোমে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কয়েকজন ছাত্র। তাঁরা প্রত্যেকেই সফল। এদের মধ্যে দুই ছাত্র আবার যথেষ্ট ভালো নম্বর পেয়েছে। এদের একজন কুশ পাহাড়ি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৩৬৬ নম্বর অর্জন করেছে, অন্য ছাত্র পঙ্কজ মণ্ডল উচ্চমাধ্যমিকে ৪২০ নম্বর অর্জন করেছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে কৃতি ছাত্র-ছাত্রীদের ছাত্রদের সংবর্ধনা দিল মালদা জেলা চাইল্ড লাইন।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page