Search
জলসা শুনে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ যুবক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 27, 2023
- 1 min read
জলসা শুনে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক যুবক। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শাহবাজপুর এলাকায়।

গুলিবিদ্ধ যুবকের নাম জাবেদ শেখ (২৭)। বাড়ি শাহবাজপুরের বাগুনটোলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ি থেকে খানিক দূরে জলসা দেখতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে একটি ভুট্টা খেতের ধারে শৌচকর্ম করতে যান তিনি। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে জাবেদের কোমরে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাওয়ার পাশাপাশি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments