top of page

ব্রাশ করতে গিয়ে ড্রেনে থুতু, চলল মারধর

ড্রেনে থুতু ফেলায় এক যুবককে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনি এলাকায়।


Malda-youth-beaten-for-spitting-in-drain
প্রকাশ্যে থুথু ফেলায় মারধরের অভিযোগ

আক্রান্ত ওই যুবকের নাম বিবেক মণ্ডল। বিবেকের অভিযোগ, সকালে ব্রাশ করার সময় ড্রেনে থুতু ফেলে সে। এরপরই গৌতম হালদার সহ আরও একজন তার ওপর চড়াও হয়ে মারধর করে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে। তাঁর হাতে পাঁচটি সেলাই পড়েছে। বৃহস্পতিবার দুপুরে বিবেক ইংরেজবাজার থানায়, গৌতম হালদার সহ দুই প্রতিবেশীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Bình luận


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page