স্কুলের পোশাক তৈরির বরাত না পেয়ে বিক্ষোভ শতাধিক মহিলার
জেলার বিভিন্ন সরকারি স্কুলের পোশাক তৈরির বরাত না মেলায় জেলা প্রশাসনিকভবন ঘেরাও করে বিক্ষোভ মালদা জেলা সংঘ ও সমবায় মহিলা সমিতির। সোমবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলারা। পরে জেলাশাসকের কাছে সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়।
ওই মহিলা গোষ্ঠীর এক সদস্য সেলিমা বিবি জানিয়েছেন, জেলায় প্রায় ১৪০টি তাদের স্বনির্ভর গোষ্ঠীর দল রয়েছে। যারা মালদা জেলা সংঘ সমবায় সমিতির সঙ্গে জড়িত রয়েছেন। প্রতি বছরই এই সব দলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়িতে সেলাই মেশিনের মাধ্যমে স্কুল পোশাক তৈরি করে থাকেন। কিন্তু এবছর মাত্র ২৫টি গোষ্ঠীকে স্কুল পোশাক তৈরির বরাত দেওয়া হয়েছে। বাকি গোষ্ঠীগুলি সেই কাজ পায়নি। অধিকাংশ গোষ্ঠীর মহিলা সদস্যরা লোন নিয়ে সেলাই মেশিন কিনেছেন। কিন্তু এখন সেই লোনের টাকা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তাই এদিন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকারি নিয়ম মেনে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের স্কুল পোশাক তৈরির কাজ দেওয়া হোক।
[ আরও খবরঃ সরকারিভাবে সামনে এল পুরপ্রধানের নাম, শপথ ৩০শে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments