top of page

মদের ঠেক বন্ধের দাবিতে থানা ঘেরাও

সন্ধ্যে নামলেই বসছে মদের আসর। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বেআইনিভাবে বিক্রি হচ্ছে মদ। এলাকায় বাড়ছে মাতালদের তাণ্ডব। বারবার প্রতিবাদ করে কোনও ফল মেলেনি। অবশেষে অবিলম্বে বেআইনি মদের ঠেক বন্ধ করার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ এলাকার মহিলাদের। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি এলাকায় ছুটে গিয়ে মদের ঠেক বন্ধ করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রামপঞ্চায়েত এলাকায়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুশিদা গ্রামপঞ্চায়েতের বাঁধ রোড এলাকায় বেআইনি মদের ঠেক বসছে। এতে মদত রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাদের। দিনের পর দিন এলাকায় মাতালদের অত্যাচার বাড়ছে। এলাকার বাসিন্দারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে আজ হরিশ্চন্দ্রপুর থানায় ছুটে যায় এলাকার মহিলারা। অবিলম্বে মদের ঠেক বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে মহিলাদের শান্ত করেন পুলিশকর্মীরা।



এরপরেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশবাহিনী এলাকায় ছুটে গিয়ে বেআইনি মদের ঠেক বন্ধ করে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি।


[ আরও খবরঃ ডাইনি তালিকায় বাবা-মা, প্রতিবাদ করে আক্রান্ত ছেলে। ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page