top of page

তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, আহত শাসকদলের আরেক মহিলা

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দলীয় নেতাকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। তৃণমূলের ওই নেতার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে শাসকদলের এক মহিলাকেও। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল-২ ব্লক এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Malda-TMC-leader-hacked-to-death-another-woman-ALSO-injured
মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে

মৃত তৃণমূল নেতার নাম সেতাবুর রহমান (৩৬)। সেতাবুর সাহেব চন্দ্রপাড়া গ্রামপঞ্চায়েতের অঞ্চল সহ সভাপতি। জানা গিয়েছে, গতকাল রাতে ফোনে দলীয় সহকর্মীর ডাকা পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। অভিযোগ, প্রায় ঘণ্টা খানেক পর ধারালো অস্ত্র দিয়ে সেতাবুর সাহেবের ওপর হামলা চালায় কয়েকজন। স্থানীয়দের একাংশের দাবি, সেতাবুর সাহেবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় খানপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শেরবানু বিবির স্বামী জামালুদ্দিন ও দেওর কামালুদ্দিন। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় কামালুদ্দিনের স্ত্রী নাইমা বিবিকেও। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে মালতিপুর স্বাস্থ্যকেন্দ্র ও পরে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি করেন। চিকিৎসকরা দু’জনকেই মালদা মেডিকেলে রেফার করে দেন। সেখানেই মৃত্যু হয় সেতাবুর সাহেবের। এদিকে, ঘটনার পরেই মূল অভিযুক্ত কামালুদ্দিনকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।




সেতাবুরের স্ত্রী আলিয়ারা খাতুন জানান, ফোন করে তাঁর স্বামীকে ডাকা হয়েছিল। ফোন পেয়েই সেতাবুর সাহেব বাড়ি থেকে বেড়িয়ে যান। ঘণ্টা খানেকের মধ্যেই তিনি জানতে পারেন তাঁর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তিনি দোষীদের শাস্তি চান।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page