top of page

আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল তৃণমূল নেত্রীর

অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক উত্তেজনা। মুখ্যমন্ত্রীর শহরের থাকার মধ্যেই এমন ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আমাদের মালদা।



উল্লেখ্য, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি বারবার বিতর্কে জড়িয়েছেন। বিডিও অফিসের মধ্যে সরকারি কর্মীকে মারধর সহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।


বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ১১ বছরে গোটা রাজ্যের সঙ্গে মালদাকেও বারুদের স্তূপে দাঁড় করিয়েছে শাসকদল। ওদের এটাই কালচার। পিস্তল আছে সেটা ছবিতে দেখা যাচ্ছে, হয়তো খুঁজলে বোমা, একে৪৭ পাওয়া যেতে পারে। চাকরি চলে যাওয়ার ভয়ে পুলিশ প্রশাসনও কোনও পদক্ষেপ নিচ্ছে না।



রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি বলেন, সরকারি চেয়ারে বসে আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করাটা সঠিক নয়। আগ্নেয়াস্ত্রটি খেলনা না আসল, সেটা পুলিশ তদন্ত করে বলবে। ছবিতে দেখে মনে হচ্ছে এটা আসল আগ্নেয়াস্ত্র। দলীয় কর্মীদের এই ধরণের আচরণে মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page