পুরোনো বিবাদের জেরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার সাদুল্লাপুর এলাকায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
আহত তৃণমূল কর্মীর নাম জালাল শেখ। বয়স ৫২। অভিযোগ, গতকাল সন্ধেয় বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল সহ চারজন মিলে জালাল শেখ নামে এক তৃণমূল কর্মীকে (#TMC) হামলা চালায়। স্থানীয়রা তড়িঘড়ি তৃণমূল কর্মী জালাল শেখকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান মন্টু ইসলাম জানান, তারা ইতিমধ্যে ইংরেজবাজার থানায় (#BJP) বিজেপি সদস্য প্রদীপ মণ্ডল সহ চার জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি জানানো হয়েছে জেলা সভানেত্রী মৌসম নূরকেও। তিনি আরও জানান, এই প্রদীপ মণ্ডল একমাস আগে তাদের পার্টি অফিসে ঢুকে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছিল। এই ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করলেও ছাড়া পেয়ে যায়। ঘটনার বদলা নিতে এই হামলা।
Comments