বজ্রাঘাতে মৃত্যু কিশোরের, শোক এলাকায়
বজ্রাঘাতে মৃত্যু হল এক কিশোরের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিবপুরের বৈদ্যপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত কিশোর নাম রুদ্র রায় (১৪)। বাড়ি বৈদ্যপুর গ্রামপঞ্চায়েতের বানকৈল বিষ্ণুপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কাকার সঙ্গে চাষের জমিতে কাজে গিয়েছিল রুদ্র। হঠাৎ সেই সময় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। কিছুটা দূরে থাকায় প্রাণে বেঁচে যান রুদ্রর কাকা। তবে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে রুদ্র। তড়িঘড়ি রুদ্রকে উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[ আরও খবরঃ “নিখরচায় লাইন মারুন!” ফেস্টুন বিতর্ক মালদায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments