‘প’ ম্যাজিকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে মালদার শিক্ষক
top of page

‘প’ ম্যাজিকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে মালদার শিক্ষক

শুধুমাত্র ‘প’ অক্ষর দিয়ে শুরু শব্দের ব্যবহার করে ৩৭১ শব্দের ‘প্রজা-প্রজেশ্বর পরিকথা’ প্রবন্ধ লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন মালদার শিক্ষক। তিনি চান, নতুন প্রজন্ম তাঁকে ছাপিয়ে দেশের নাম উজ্জ্বল করুক।


মালদা শহরের কৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা সঞ্জয়কুমার দাস। সঞ্জয়বাবু পেশায় শিক্ষক। সম্প্রতি শুধুমাত্র ‘প’ অক্ষর দিয়ে শুরু শব্দের ব্যবহার করে প্রবন্ধ লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি। তিনি জানাচ্ছেন, তাঁর এই যাত্রা মোটেই সহজ ছিল না। বাক্য গঠনের জন্য ‘প’ দিয়ে শুরু শব্দ খুঁজতে হিমসিম খেতে হয়েছে তাঁকে। শেষমেষ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিধান তাঁর খানিকটা পথ সহজ করে। সেই অভিধান থেকে তাঁর প্রয়োজনীয় শব্দের সমার্থক শব্দ খুঁজে প্রবন্ধ শেষ করেন তিনি। এই সম্মান পেয়ে তিনি বেশ খুশি। একদিন নতুন প্রজন্ম তাঁকে ছাপিয়ে দেশের নাম উজ্জ্বল করবে বলেও আশাবাদী তিনি।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page