দীপাবলির আগে রাতারাতি ক্রোড়পতি চা বিক্রেতা
অবিক্রীত টিকিট ফেরত করতে পারেননি বিক্রেতা। তাতেই ভাগ্য খুলল হরিশ্চন্দ্রপুর এলাকার এক টিকিট বিক্রেতার। রাতারাতি কোটিপতি হলেন কমল মহলদার।
হরিশ্চন্দ্রপুরের কুশিদা হাটখোলা এলাকায় বসবাস কমলবাবুর। তিনি চা বিক্রেতা হলেও পাশাপাশি লটারি বিক্রি করেন। জানা গিয়েছে, সোমবার বিকেলে ১২০ টাকার টিকিট অবিক্রীত থেকে যায় কমলবাবুর। সেই টিকিট আর তিনি ফেরত করতে পারেননি। টিকিট ফেরত না হওয়ায় আফসোস কম ছিল না। রাতে তিনি জানতে পারেন অবিক্রীত একটি টিকিটে এক কোটি টাকার পুরষ্কার খেলেছে। এরপর কোনও ঝুঁকি না নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লটারির টিকিট নিয়ে হাজির হন কমলবাবু। কমল মহলদারকে দেখার জন্য থানায় উপচে পড়ে মানুষের ভিড়। কমলবাবু জানান, দুই সন্তানের শিক্ষার পেছনে লটারির টাকা খরচ করবেন তিনি।
[ আরও খবরঃ নেতাজি পুরবাজারে পুলিশের হানায় উদ্ধার প্রচুর শব্দবাজি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন