দেবের হেলিকপ্টারে ধোঁয়া, জরুরি অবতরণ
হঠাৎ দেবের হেলিকপ্টারে ধোঁয়া। পরিস্থিতি দেখে মালদা বিমানবন্দরে দেবের কপ্টারের জরুরি অবতরণ করানো হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, সুস্থ আছি। সড়ক পথে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছি।
আজ দুপুরে দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রতুয়ায় রোড-শো করতে এসেছিলেন টলিউড অভিনেতা দীপক অধিকারী। রতুয়ায় রোড-শো শেষ করে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে যাওয়ার পথে হেলিকপ্টার থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে মালদা বিমানবন্দরে হেলিকপ্টারের জরুরি অবতরণ করানো হয়। খবর পেয়ে ছুটে আসেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি সহ ইংরেজবাজার থানার পুলিশ। পরবর্তীতে গাড়ির ব্যবস্থা করে দেবকে সড়ক পথে পাঠানো হয়।
দেব জানান,
ভগবানের আশীর্বাদে সুস্থ আছি। এখন পরবর্তী কর্মসূচির দিকে যাচ্ছি। আধ ঘণ্টার বদলে এখন চার ঘণ্টা সময় লাগবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti