ফিরিয়ে দাও ক্লাসরুম, গান গেয়ে বিক্ষোভ পড়ুয়াদের
“চাই না আর গুগল-জুম, আমরা চাই স্কুল রুম” এমনই সুর বেঁধে স্কুল খোলার দাবিতে প্রতীকী অবস্থান বিক্ষোভে শামিল হলেন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার দুপুরে চাঁচলের ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে হাতে প্ল্যাকার্ড নিয়ে গানের সুর ধরে চলে অবস্থান বিক্ষোভ।
উল্লেখ্য, করোনার জেরে গত দুই বছর ধরে স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারেনি পড়ুয়ারা। শিক্ষা ব্যবস্থা ধরে রাখতে অনলাইনের ক্লাস শুরু হলেও সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাজ্যে সংক্রমণ নিম্নমুখী হলেও এখনও খোলেনি স্কুল-কলেজ। অথচ বাজার হাটের পাশাপাশি বিয়ে বাড়িতে ২০০ জন পর্যন্ত জমায়েত করে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এনিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে পড়ুয়াদের মধ্যে। অবিলম্বে স্কুল খোলার দাবিতে আজ প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রীরা।
ছাত্রছাত্রীদের বিক্ষোভে পাশে এসে দাঁড়িয়েছে শিক্ষা বাঁচাও কমিটির সদস্যরা। চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের শিক্ষক তথা শিক্ষা বাঁচাও কমিটির সভাপতি কালীচরণ রায় জানান, বাজার-হাট, বিয়ে বাড়ি সব খোলা। তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? কোভিড বিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হোক। এই দাবিতে আজ আমরা মহকুমাশাসক এবং স্কুল পরিদর্শককে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে স্মারকলিপি প্রদান করব।
[ আরও খবরঃ মালদায় ফের বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments