পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুশপুতুল দাহ, উনুনে রান্না
মাটির উনুনে খড়ি দিয়ে রান্না করে অভিনব কায়দায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল মালদা জেলা আরএসপি নেতৃত্ব। আজ মালদা শহরের ফোয়ারা মোড়ে কুশপুতুল পুড়িয়েও বিক্ষোভ দেখানো হয় সংগঠনের পক্ষ থেকে।
দিনের পর দিন বাড়তে থাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি বিরোধী দলগুলি। আজ একই ইশ্যু রাস্তায় নামল আরএসপি। মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় গ্যাস সিলিন্ডারে মালা পরিয়ে এবং মাটির তৈরি উনুনে রুটি ভেজে অভিনব কায়দায় বিক্ষোভ দেখাল আরএসপির মালদা জেলা নেতৃত্ব। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
[ আরও খবরঃ শহর সৌন্দর্যায়নের একাধিক প্রস্তাব নাগরিক সভায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments