top of page

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুই নিখোঁজ নাবালক উদ্ধার

মঙ্গলবার রাতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে দুই নাবালককে উদ্ধার করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স। উদ্ধার হওয়া দুই নাবালকের নাম আদনান শেখ ও রাজেশ কাঙ্গনারী। আদনানের বাড়ি মহারাষ্ট্রের আন্ধেরী থানা এলাকায়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গত তিন মাস আগে আদনানের মিসিং ডায়ারি করা হয় আন্ধেরী থানাতে। সেই অভিযোগের তদন্ত শুরু হয়, সেই তদন্তের ভিত্তিতেই গতকাল রাতে মালদা টাউন স্টেশনে আপ কাঞ্চনজঙ্ঘার সাধারণ কামরা থেকে ওই দুই নাবালককে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ওই দুই নাবালককে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।

Kanchenjunga Express

প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page