top of page

আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে মালদাবাসী

আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে মালদাবাসী। মালদা টাউন – গোমতিনগর- মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা ঘোষণা করেছে রেল দপ্তর। আগামী শুক্রবার ১৮ জুলাই বিহারের মোতিহারি থেকে ভার্চুয়ালি এই ট্রেনের উদবোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


রেলের তরফে জানানো হয়েছে, মালদা টাউন - গোমতিনগর অমৃত ভারত এক্সপ্রেসে স্লিপার ও সাধারণ শ্রেণির ২২ টি LHB কামরা থাকবে৷ নতুন এই অমৃত ভারত এক্সপ্রেস নিউ ফরাক্কা, বারহারোয়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, গয়া, শোন, বারাণসী, শাহগঞ্জ ও অযোধ্যা স্টেশনে দাঁড়াবে৷ অন্যান্য অমৃত ভারত এক্সপ্রেসের মতো এই ট্রেনও পুশ-পুল কনফিগারেশনে WAP-5 শ্রেণির ইঞ্জিন রয়েছে৷ একটি সামনে এবং আরেকটি পিছনে৷ ট্রেনটি প্রতি বৃহস্পতিবার সন্ধে ০৭.২৫ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে এবং শুক্রবার বিকেল ০৩.৪০ মিনিটে গোমতিনগর পৌঁছবে৷ উলটোদিকে প্রতি শুক্রবার সন্ধে ০৬.৪০ মিনিটে গোমতিনগর স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি শনিবার বিকেল ০৪.৪০ মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছবে এই অমৃত ভারত এক্সপ্রেস৷

ree

পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার মণীশকুমার গুপ্তা জানান, ব্যবসায়ী ও যাত্রীদের চাহিদা থেকে থেকেই রেল মন্ত্রক ওই রুটে নতুন একটি অমৃত ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷ নতুন এই ট্রেনটির জন্য বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে৷


নতুন এই অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়ার খবরে খুশি হলেও সপ্তাহে একদিনের বদলে অন্তত তিনদিন ট্রেন চালু রাখার দাবি জানিয়েছে মালদার বণিকসভা। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্তু কুণ্ডু জানান, মালদা থেকে প্রচুর মানুষ নিয়মিত লখনউ, গোমতিনগরের মতো জায়গায় যান৷ রেল মন্ত্রকের সিদ্ধান্তে সবার উপকার হল৷ কিন্তু আমাদের দাবি, একদিনের পরিবর্তে ট্রেনটিকে অন্তত সপ্তাহে তিনদিন চালু করা হোক৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page