অসময়ের বৃষ্টিতে জমিতে জমছে জল, ক্ষতির মুখে আলু চাষীরা
অকাল বৃষ্টির জেরে ক্ষতির মুখে কয়েক হাজার বিঘার ফসল। আগামী দু’দিনের আবহাওয়ার পরিবর্তন না হলে ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন কৃষিজীবীরা।
বৃহস্পতিবার রাত থেকেই ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আলু চাষে। পুরাতন মালদা ব্লকের ভাবুক ও মহিষবাথানি গ্রামপঞ্চায়েত এলাকায় কয়েক হাজার হেক্টর জমিতে আলু উৎপাদন হয়ে থাকে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাত থেকে বৃষ্টির জল জমে বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায়। জমিতে জল নিকাশি ব্যবস্থা না থাকায় আলুতে পচন ধরার ভয় রয়েছে। আর এতেই মাথায় হাত পড়েছে চাষিদের।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, আলু উৎপাদন করতে তাঁদের ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে হয়েছে। গতকাল থেকে অকাল বৃষ্টির জেরে বেশিরভাগ জমি জলে তলিয়েছে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি জল নিকাশি না হলে আলুতে পচন ধরবে। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।
[ আরও খবরঃ পুলিশ ফাঁড়িতে বসল বিয়ের আসর, খুশির হাওয়া এলাকায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments