হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিলেন পুলিশকর্মী
top of page

হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিলেন পুলিশকর্মী

হাট থেকে বাড়ি ফেরার পথে টাকা ভরতি খাম রাস্তায় পড়ে গিয়েছিল। নাকা চেকিংয়ের সময় সেই খাম কুড়িয়ে পান এক উর্দিধারী। খাম খুলতেই দেখেন কয়েক হাজার টাকা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করলেও খামের মালিককে পাওয়া যায়নি। পরে এক ব্যক্তি খামের খোঁজ করতে করতে ওই এলাকায় এসে পৌঁছন। উপযুক্ত প্রমাণ দেখে খাম ভরতি টাকা ফিরিয়ে দেন ওই উর্দিধারী।


আজ দুপুরে চাঁচল থানার ট্রাফিক পুলিশ আধিকারিক চন্দন দে সামসী-ঘাসিরাম মোড়ে নাকা তল্লাশি করছিলেন। সেই সময় তিনি কাগজে মোড়া পাঁচ হাজার চারশো টাকা কুড়িয়ে পান তিনি। কিন্তু ওই টাকার দাবিদার পাওয়া যায়নি। পরে আশরাফ হোসেন নামে এক ব্যবসায়ী দাবি করেন টাকাগুলো তাঁর। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সেই টাকা ওই ব্যবসায়ীর হাতে তুলে দেন চন্দনবাবু।



আশরাফের বন্ধু ফিরোজ জানান, হাট থেকে বাড়ি ফেরার পথে মোবাইল বের করতে গিয়ে টাকাগুলো পকেট থেকে পড়ে যায়। পরে পকেটে টাকা না পেয়ে ওই এলাকায় গিয়ে খোঁজ শুরু করি। জানতে পারি এক পুলিশকর্মী কাগজে মোড়ানো কিছু পেয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত প্রমাণ দিতেই তিনি টাকা ফিরিয়ে দিয়েছেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page