চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পুলিশকর্মী
top of page

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পুলিশকর্মী

রেল লাইনে ঝাঁপ দিয়ে পুলিশকর্মীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য মালদা শহর জুড়ে। শোকের ছায়া নেমে এসেছে জেলা পুলিশ মহলে। আত্মহত্যার কারণ নিয়ে নানা প্রশ্ন ঘোরাঘুরি করছে পুলিশকর্মীদের মধ্যে।


মৃত পুলিশকর্মীর নাম অমিত কুমার মিশ্র (৪৬)। বাড়ি ইংরেজবাজারের কাগমারি এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিতবাবু আগে জেলা পুলিশ লাইনে মেজরের দায়িত্বে ছিলেন৷ বর্তমানে তিনি একটি আউটপোস্টের দায়িত্বে ছিলেন। গতকাল রাত দুটো নাগাদ মালদা শহরের মালঞ্চপল্লি এলাকায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় রেল পুলিশ৷ সকাল হতেই সেই খবর জেলা পুলিশ মহলে ছড়িয়ে পড়ে। কী কারণে অমিতবাবু আত্মহত্যা করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পুলিশের একাংশের দাবি, অমিতবাবু পারিবারিক সমস্যার কারণেই এই পথ বেছে নিয়েছেন। যদিও এনিয়ে সরাসরি কেউ মন্তব্য করতে রাজি হননি।


প্রতীকী ছবি।

পুলিশ সুপার জানান, “পুরো বিষয়টি তদন্তের পরই বলা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে।”

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page