top of page

সরকারি নির্দেশ নিশ্চিত করতে পূজামণ্ডপ পরিদর্শন প্রশাসনের

করোনা আবহে সরকারি নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মালদা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করল পুরসভা ও পুলিশ প্রশাসনের কর্তারা।


আজ দুপুরে অতিরিক্ত পুলিশসুপার অনীশ সরকার ও ইংরেজবাজার পুরসভার প্রশাসক সুমালা আগরওয়ালা, সহকারী প্রশাসক চৈতালি সরকার সহ অন্যান্য কর্তারা পূজামণ্ডপ পরিদর্শন করেন। মালদা শহরের বিভিন্ন বিগ বাজেটের পূজামণ্ডপ ঘুরে দেখেন তারা। করোনা আবহে সরকারি বিধিনিষেধ মালদা শহরের বিভিন্ন বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা মণ্ডপ তৈরি করছেন কিনা তা খতিয়ে দেখে ওই প্রতিনিধি দল।অতিরিক্ত পুলিশসুপার অনীশ সরকার জানান, পুজোর আগে উদ্যোক্তারা সরকারি গাইডলাইন মেনে পুজোর আয়োজন করছেন কিনা তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। পুলিশের বিভিন্ন উইংসের পাশাপাশি পুরসভার আধিকারিকরাও আমাদের সঙ্গে আছেন। [ আরও খবরঃ ভাঙনে বারবার বদলেছে ঠিকানা, তবু পুজো নিয়ে কমেনি উন্মাদনা ]


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page