চুরি যাওয়া ৪৯টি মোবাইল উদ্ধার, ধৃত দুই
চুরি যাওয়া মোবাইল সহ দু’জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে আজ আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ হবিবপুর এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের হেপাজত থেকে ৪৯টি মোবাইল উদ্ধার করে পুলিশ।
পুলিশসুপার অলোক রাজোরিয়া জানান, গত ২ তারিখ একটি চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সাহেব দাস (২৩) ও দেবব্রত সরকার (২৫)। ধৃতদের হেপাজত থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকার চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios