সাংবাদিকদের প্রেস জ্যাকেট প্রদান মালদা পুলিশের
খবর সংগ্রহ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের সমস্যার সম্মুখীন হতে হয়। সাংবাদিকদের চেনার সুবিধার্থে জেলার সাংবাদিকদের হাতে মাস্ক ও প্রেস লেখা জ্যাকেট তুলে দিলেন পুলিশসুপার অলোক রাজোরিয়া।
বুধবার মালদা শহরের ফোয়ারা মোড়ে ট্রাফিক ওসি তরুণ সাহা ও পুলিশসুপার অলোক রাজোরিয়া প্রায় ৫০ জন সাংবাদিককে মাস্ক ও জ্যাকেট তুলে দেন। জেলাপুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলার প্রবীণ সাংবাদিকরা জানান, অনেক সময় খবর সংগ্রহ করতে গিয়ে নিগ্রহের মুখোমুখি হতে হয় সাংবাদিকদের। প্রেস জ্যাকেট পরে খবর সংগ্রহ করতে সাংবাদিকদের সুবিধা হবে।
টপিকঃ #Journalist #MaldaPolice
Comments