top of page

শব্দদূষণ রোধে এয়ার হর্নের বিরুদ্ধে পুলিশি অভিযান

এয়ার হর্ন ব্যবহার রুখতে পথে নামল জেলা পুলিশ। গত দুদিন ধরে বিভিন্ন প্রান্তে ট্রাক ও লরি থামিয়ে এয়ার হর্ন ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে ট্রাফিক পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যে বেশ কিছু লরি থেকে এয়ার হর্ন খুলে বাজেয়াপ্ত করেছে জেলা পুলিশ।


জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবহন দফতরের নির্দেশে এয়ার হর্ন নিষিদ্ধ করা হয়েছে। এয়ার হর্নের শব্দে কানের ক্ষতি হতে পারে। শব্দদূষণ রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেআইনি এয়ার হর্ন ব্যবহার করায় ১০টির বেশি লরি আটক করে এয়ার হর্ন খুলে নেওয়া হয়েছে। পাশাপাশি এয়ার হর্ন ব্যবহারে ১০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে।



[ আরও খবরঃ স্বাস্থ্যসাথী কার্ডে মিলছে না চিকিৎসা, মৃত্যুর কোলে ঢলছে শিশু ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page