ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ইংরেজবাজার থানার এক এএসআই। ধৃত এএসআইকে আজ জেলা আদালতে পেশ করেছে পুলিশ।
ধৃত এএসআইয়ের নাম রাজীব পাল। বর্তমানে তিনি ইংরেজবাজার থানায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, পুরাতন মালদা থানা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে আজ সকালে ওই পুলিশকর্মীকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃত পুলিশকর্মীকে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ধৃত পুলিশকর্মীকে সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Comentários