top of page

মাদক বিরোধী দিবসে প্রভাতফেরি মালদায়

Updated: Sep 24, 2020

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করা হল জেলা জুড়ে। বুধবার পুরাতন মালদার চন্দ্রমোহন হাই স্কুলের উদ্যোগে এবং ৪৪ নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় এক প্রভাতফেরির আয়োজন করা হয়েছিল। স্কুল প্রাঙ্গণ থেকে এই প্রভাতফেরি গোটা মুচিয়া অঞ্চল পরিক্রমা করে। প্রভাতফেরির মাধ্যমে মাদক সেবন বর্জন নিয়ে সচেতনতা করা হয় সাধারণ মানুষকে।



অন্যদিকে, মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকেও একটি সুসজ্জিত মিছিল বের হয়। মিছিলে পা মেলান জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিক সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page