top of page

মালদা-নিউ দিল্লি অত্যাধুনিক ট্রেন চালু

মালদা-নিউ দিল্লি নতুন ট্রেনের সূচনা হল মঙ্গলবার৷ আজ সকালে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনযাত্রার সূচনা করেন ডিআরএম যতীন্দ্র কুমার৷ তিনি জানান, আগের দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস কিছুদিন আগেই ফের চালু হয়েছে। তবে ওই ট্রেনে দিল্লি যেতে কিছুটা বেশি সময় লাগে। তবে সুপারফাস্ট এই ট্রেনে মালদা থেকে দিল্লিতে পৌঁছতে ২৯ ঘণ্টা সময় লাগবে। এই ট্রেনটি মালদা থেকে প্রতি মঙ্গল ও শনিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে৷



ডিআরএম আরও জানান, এই ট্রেনটিই দিল্লিগামী এসি প্রথম শ্রেণি যুক্ত প্রথম ট্রেন। এই ট্রেনের সমস্ত কোচ এলএইচবি প্রযুক্তির৷ ট্রেনে একটি এসি প্রথম শ্রেণি, দুইটি এসি টু টিয়ার, ছয়টি এসি থ্রি টিয়ার, চারটে জেনারেল ও দুইটি পাওয়ার কোচ থাকছে৷ এখন থেকে ফরাক্কা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, আনন্দবিহার এক্সপ্রেসের পাশাপাশি নতুন এই ট্রেনটি ও মালদা থেকে যাত্রীদের দিল্লিতে নিয়ে যাবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Bình luận


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page