পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সাহায্যের দাবি পরিবারের
ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু মালদার শ্রমিকের। আজ ওই শ্রমিকের মৃতদেহ বাড়ি ফিরে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শ্রমিকের নাম গোপাল হালদার। বাড়ি ইংরেজবাজারের নরহাট্টা অঞ্চলের পালপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে অন্ধ্রপ্রদেশে শ্রমিকের কাজে গিয়েছিলেন গোপাল। গত সোমবার কাজ করার সময় তড়িতাহত হয়ে মৃত্যু হয় ওই যুবকের। আজ ওই শ্রমিকের কফিনবন্দি দেহ এলাকায় ফিরে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
[ আরও খবরঃ আক্রান্ত শহর সভাপতি, বাবলা-নন্দু কোন্দল প্রকাশ্যে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários