গুজরাট থেকে শ্রমিকের দেহ ফিরল বাড়িতে
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদার এক শ্রমিকের। আজ সকালে তাঁর মৃতদেহ ফিরে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শ্রমিকের পরিবারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন শাসকদলের নেতৃত্বরা।
মৃত পরিযায়ী শ্রমিকের নাম শম্ভু মৌলিক (৪০)। বাড়ি চাঁচল-২ ব্লকের মালতিপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকবছর ধরে তিনি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করছেন। মাস দুয়েক আগে তিনি গুজরাটের সুরাটে নির্মাণ শ্রমিকের কাজ করতে যান। গত পরশু কর্মরত অবস্থায় হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শম্ভুবাবুর দাদা বিশু মৌলিক জানান, রবিবার কাজ করার সময় শম্ভুর হঠাৎ বুকে ব্যথা হয়েছিল। তড়িঘড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই শম্ভুর মৃত্যু হয়। পরিবারে একাই উপার্জন করত শম্ভু।
ঘটনার খবর পেয়ে শম্ভুবাবুর বাড়িতে যান এলাকার বিধায়ক ও জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশি সহ অন্যান্য নেতৃত্বরা। তিনি জানান, মর্মান্তিক ঘটনা। আজ সকালে শম্ভুর মৃতদেহ ফিরে এসেছে। পরিবারটিকে সরকারি ও দলীয়ভাবে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে।
[ আরও খবরঃ মাটি বোঝাই লরি পিষে দিল বৃদ্ধকে, ক্ষোভ জনতার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments