top of page

রোগীর আত্মীয়ের টাকা ও ওষুধ চুরি করে পালাতে গিয়ে ধৃত যুবক

রোগীর পরিবারের সদস্যের সঙ্গে থাকা টাকা ও ওষুধ চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল এক যুবক। ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ চত্বরে।



হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকার এক মহিলা তাঁর এক মাসের শিশুকে নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃ বিভাগে চিকিৎসা করাচ্ছেন। প্রতিদিন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে রাত কাটাচ্ছেন তিনি। আজ সকালে হঠাৎ শামীম সেখ নামে এক যুবক ওই মহিলার নগদ তিন হাজার টাকা ও ওষুধ চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার পরে মেডিকেল কলেজ চত্বরে রোগীদের পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page