রাজধানী পাড়ি দিল মালদার হিমসাগর, ল্যাংড়া
মালদার আম পাড়ি দিল দিল্লিতে। আজ সকালে রাজ্য সরকার ও মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আনন্দ বিহার এক্সপ্রেসে পাঁচ টন আম পাঠানো হয়।
মালদার আমের খ্যাতি রয়েছে দেশজুড়ে। মালদার আমের স্বাদ দিল্লিবাসীর কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিল রাজ্য সরকার ও মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আজ সকালে পাঁচ টন হিমসাগর ও ল্যাংড়া আম আনন্দবিহার এক্সপ্রেসে তুলে দেওয়া হয়। মালদা টাউন স্টেশনে উপস্থিত ছিলেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরি সহ অন্যান্যরা।
উজ্জ্বল সাহা জানান, মালদার আমের নাম শুধু সারা দেশে নয়, বিদেশেও রয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় আজ মালদার নামকরা ল্যাংড়া এবং হিমসাগর আম কোভিড বিধি মেনে দিল্লির উদ্দেশ্যে পাঠানো হল। মালদার আমের স্বাদ যাতে দিল্লিবাসী অনুভব করতে পারে তার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিক পর্যায়ে প্রথম ধাপে পাঁচ টন আম পাঠানো হয়েছে।
[ আরও খবরঃ শহরের নিকাশির হাল ফেরাতে জাতীয় সড়কে উচ্ছেদ অভিযান ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments