রেললাইন পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত ব্যক্তি
রেললাইন পারপার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের মালঞ্চপল্লি রেলগেট সংলগ্ন এলাকায়।
মৃত ব্যক্তির নাম বিনয় সাহা (৫০)। বাড়ি মালঞ্চপল্লি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রেললাইন ধরে বাজার করতে যাচ্ছিলেন বিনয়বাবু। সেই সময় পিছন থেকে একটি মালগাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments