চক্ষুদানে উৎসাহিত করতে গম্ভীরা গানের ব্যবহার
চক্ষুদানে মানুষকে উৎসাহিত করতে গম্ভীরা গানকে হাতিয়ার করল মালদা জেলা স্বাস্থ্য দফতর। গম্ভীরা শিল্পীদের সাথে নিয়ে মেডিকেল কলেজ সহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। আজ সকালে মেডিকেল কলেজ চত্বরে সেই কর্মসূচি পালন করা হয়।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলছে চক্ষুদান পক্ষ। সাধারণ মানুষের মধ্যে চক্ষু দানের প্রবণতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। আর এই সচেতনতায় ব্যবহার করা হচ্ছে গম্ভীরা শিল্পীদের। আজ সকালে গম্ভীরা গানের মাধ্যমে শিল্পীরা মেডিকেল কলেজ চত্বরে থাকা রোগীর পরিবারদের সচেতনতা বাড়িয়ে তোলার চেষ্টা করেন। আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments