top of page

লক্ষ্য বিমানসেবিকা হওয়া, স্বপ্নের কাঁটা দরিদ্রতা

৪৯০ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে যৌথভাবে নবম স্থান অধিকার করেছে হরিশ্চন্দ্রপুরের ভালুকা আরএমএম বিদ্যাপীঠের ছাত্রী টিনা থোকদার। খুশির পাশাপাশি উচ্চশিক্ষার চিন্তা পরিবারের।


টিনার বাবা নাড়ুগোপাল থোকদার জানান, তিনি পানের বরোজে কাজ করেন। অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনার খরচ চালাচ্ছেন। মেয়ে সবুজ সাথীর সাইকেল পেলেও তিনি কাজের জন্য তা ব্যবহার করতেন। মেয়ে হেঁটেই স্কুলে যেত। ভবিষ্যতে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চায় তাঁর মেয়ে। মেয়ের স্বপ্ন বিমানসেবিকা হওয়া। কীভাবে মেয়ের উচ্চশিক্ষার পড়াশোনার খরচ চলবে তা জানা নেই। রাজ্য সরকারের কাছে মেয়ের পড়াশোনার জন্য সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি।


ভালুকা আরএমএম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহম্মদ ইমদাদুল হক বলেন, টিনা স্কুলের সুনাম বাড়িয়েছে। অভাবের সঙ্গে লড়াই করেই পড়াশোনা করতে হয়েছে টিনাকে। ওর উচ্চশিক্ষার জন্য স্কুল থেকে সাধ্যমতো সাহায্য করা হবে। পাশাপাশি রাজ্য সরকারের কাছে টিনাকে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন তাঁরা।



[ আরও খবরঃ দিল্লির হ্যান্ডলুম হাটে দেখা মিলবে মালদার আমের ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page