জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুযোগ পেল মালদার কিশোরী
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে যাচ্ছে মালদার চাঁচলের এক কিশোরী রাসমণি দাস। মালদা জেলা থেকে মহিলা ক্রিকেটে রাসমণিই প্রথম এমন সুযোগ পেয়েছেন। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ বিজয়নগরমে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে ক্রিকেট প্রশিক্ষণ। রাসমণির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় খুশির হাওয়া ছড়িয়েছে।
চাঁচল ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষক রাজেশ দাসের হাত ধরে রাসমণির ক্রিকেট খেলার হাতে খড়ি। রাজেশবাবু জানান, রাসমণির নিজের চেষ্টায়, যোগ্যতায় এই স্থানে পৌঁছেছে। সবচেয়ে আনন্দের বিষয় রাসমণির মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছবে গ্রাম্য এলাকা থেকেও মেয়েরা এই জায়গায় পৌঁছতে পারে।
রাসমণি জানান,
এতদিন রাজ্যের হয়ে খেলেছি। এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে। আজ চাঁচল থানার আইসি আমাকে ডেকে সংবর্ধনা দিয়েছেন। আশা করছি, আগামী দিনে দেশের জার্সিতে খেলার সুযোগ পাব।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários