বাবার বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ আনল মেয়ে
কীটনাশক খেয়ে মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মানিকচক থানা এলাকায়। এই ঘটনায় বাবার বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ তুলেছেন তাঁর মেয়ে। যদিও মেয়ের অভিযোগ উড়িয়ে আত্মহত্যার ঘটনা বলে দাবি বাবার। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
মৃত মহিলার নাম লতিকা মণ্ডল। বাড়ি মানিকচকের দুই নম্বর ব্রিজ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্বামী পুলিন মণ্ডলের সঙ্গে ঝামেলা চলছিল লতিকাদেবীর। ১০ মাস আগে বচসার জেরে মারধর করায় বাবার বাড়ি চলে গিয়েছিলেন লতিকাদেবী। কয়েকদিন আগেই বাড়ি ফিরে আসেন তিনি। আজ সকালে শোওয়ার ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
মৃতের মেয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর বাবা-মায়ের মধ্যে ঝামেলা ছিল। তাঁর অনুমান তার জেরেই মাকে খুন করেছেন বাবা। যদিও বাবার দাবি, তিনি ও তাঁর স্ত্রী রাতে আলাদা ঘরে ঘুমিয়েছিলেন। সকালে দরজা বন্ধ থাকায় স্থানীয়দের ডেকে দরজা ভেঙে বিষয়টি তিনি জানতে পারেন। তাঁর স্ত্রী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন।
[ আরও খবরঃ বিধায়কের মন্তব্যে অবরোধ, সমালোচনায় বিরোধীরা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments