top of page

রাজ্যস্তরের কিক বক্সিংয়ে মালদায় তিনটি পদক

রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় সাফল্য পেল চাঁচলের তিন কিশোর। দুই কিশোর রুপো ও একজন ব্রোঞ্জ পদক পেয়েছে। ভবিষ্যতে এই খেলায় আরও সাফল্য পেতে মরিয়া তিন কৃতী কিশোর।


উল্লেখ্য, গত ২০ মে দুর্গাপুরে আয়োজিত রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় চাঁচল থেকে মোট নয় কিশোর অংশগ্রহণ করে। তার মধ্যে দীপঙ্কর কুমার ও রামিশ আহনাফ আহসান রুপো এবং সাহিল রেজা আনসারি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। রামিশ জানায়, ছোটো থেকে কিক বক্সিং শেখা এবং তার কোনও বড়ো প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন ছিল। সেই থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু। শাহনাওয়াজ মিঞা স্যার খুব ভালো প্রশিক্ষণ দিয়েছেন। শেষ পর্যন্ত সেই স্বপ্ন সফল হয়েছে। পড়াশোনার সঙ্গে প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা অনুশীলন করি। ভবিষ্যতে ন্যাশনাল লেভেলে জয়ী হওয়ার ইচ্ছে রয়েছে। একই বক্তব্য দীপঙ্কর কুমার ও সাহিল রেজা আনসারির।


তাঁদের প্রশিক্ষক শাহনাওয়াজ মিঞা জানান, ২০১৪ সাল থেকে তিনি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। আগে ভিনরাজ্যে প্রশিক্ষণ দিতেন। সম্প্রতি চাঁচলে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। দুর্গাপুরে আয়োজিত রাজ্যস্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় এবার চাঁচলের তিন কিশোর মেডেল পেয়েছে। এতে চাঁচলের মতো জায়গায় ছেলেমেয়েদের মধ্যে কিক বক্সিং নিয়ে উৎসাহ বাড়ছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page