মোবাইল টাওয়ার বসানোর নামে লাখ লাখ টাকা প্রতারণা, গ্রেফতার যুবক
top of page

মোবাইল টাওয়ার বসানোর নামে লাখ লাখ টাকা প্রতারণা, গ্রেফতার যুবক

মোবাইল টাওয়ার বসানোর নাম করে ধাপে ধাপে ১৬ লক্ষ টাকা প্রতারণা। এই অভিযোগে উত্তর ২৪ পরগণার সন্দেশখালি এলাকার এক যুবককে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ধৃত যুবকের নাম শুভঙ্কর মিস্ত্রি। বাড়ি সন্দেশখালি থানার সুখদোয়ানি এলাকায়। মালদা সাইবার ক্রাইম থানার ওসি অজয় সিং জানান, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি কালিয়াচকের বাসিন্দা নজরুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর জমিতে মোবাইল ফোনের টাওয়ার বসানোর নাম করে ধৃত যুবক ধাপে ধাপে প্রায় ১৬ লক্ষ টাকা প্রতারণা করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়। শেষ পর্যন্ত কলকাতার সার্ভে পার্ক এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page